Ganesh Chalisa Lyrics in Bengali
| শ্রী গণেশ চালীসা |
জয় গণপতি সদ্গুণসদন, কবিবর বদন কৃপাল ।
বিঘ্ন হরণ মংগল করণ, জয় জয় গিরিজালাল ॥
জয় জয় জয় গণপতি রাজূ ।
মংগল ভরণ করণ শুভ কাজূ ॥
জয় গজবদন সদন সুখদাতা ।
বিশ্ব বিনায়ক বুদ্ধি বিধাতা ॥
বক্র তুণ্ড শুচি শুণ্ড সুহাবন ।
তিলক ত্রিপুণ্ড ভাল মন ভাবন ॥
রাজিত মণি মুক্তন উর মালা ।
স্বর্ণ মুকুট শির নয়ন বিশালা ॥
পুস্তক পাণি কুঠার ত্রিশূলং ।
মোদক ভোগ সুগন্ধিত ফূলং ॥
সুন্দর পীতাম্বর তন সাজিত ।
চরণ পাদুকা মুনি মন রাজিত ॥
ধনি শিবসুবন ষডানন ভ্রাতা ।
গৌরী ললন বিশ্ব-বিধাতা ॥
ঋদ্ধি সিদ্ধি তব চঁবর সুধারে ।
মূষক বাহন সোহত দ্বারে ॥
কহৌং জন্ম শুভ কথা তুম্হারী ।
অতি শুচি পাবন মংগল কারী ॥
এক সময় গিরিরাজ কুমারী ।
পুত্র হেতু তপ কীন্হা ভারী ॥
ভয়ো যজ্ঞ জব পূর্ণ অনূপা ।
তব পহুঁচ্যো তুম ধরি দ্বিজ রূপা ॥
অতিথি জানি কৈ গৌরী সুখারী ।
বহু বিধি সেবা করী তুম্হারী ॥
অতি প্রসন্ন হ্বৈ তুম বর দীন্হা ।
মাতু পুত্র হিত জো তপ কীন্হা ॥
মিলহি পুত্র তুহি বুদ্ধি বিশালা ।
বিনা গর্ভ ধারণ যহি কালা ॥
গণনায়ক গুণ জ্ঞান নিধানা ।
পূজিত প্রথম রূপ ভগবানা ॥
অস কহি অন্তর্ধ্যান রূপ হ্বৈ ।
পলনা পর বালক স্বরূপ হ্বৈ ॥
বনি শিশু রুদন জবহি তুম ঠানা ।
লখি মুখ সুখ নহিং গৌরি সমানা ॥
সকল মগন সুখ মংগল গাবহিং ।
নভ তে সুরন সুমন বর্ষাবহিং ॥
শম্ভু উমা বহুদান লুটাবহিং ।
সুর মুনি জন সুত দেখন আবহিং ॥
লখি অতি আনন্দ মংগল সাজা ।
দেখন ভী আয়ে শনি রাজা ॥
নিজ অবগুণ গুনি শনি মন মাহীং ।
বালক দেখন চাহত নাহীং ॥
গিরজা কছু মন ভেদ বঢ়ায়ো ।
উৎসব মোর ন শনি তুহি ভায়ো ॥
কহন লগে শনি মন সকুচাঈ ।
কা করিহৌ শিশু মোহি দিখাঈ ॥
নহিং বিশ্বাস উমা কর ভয়ঊ ।
শনি সোং বালক দেখন কহ্যঊ ॥
পড়তহিং শনি দৃগ কোণ প্রকাশা ।
বালক শির ইড়ি গয়ো আকাশা ॥
গিরজা গিরীং বিকল হ্বৈ ধরণী ।
সো দুখ দশা গয়ো নহিং বরণী ॥
হাহাকার মচ্যো কৈলাশা ।
শনি কীন্হ্যোং লখি সুত কো নাশা ॥
তুরত গরুড় চঢ়ি বিষ্ণু সিধায়ে ।
কাটি চক্র সো গজ শির লায়ে ॥
বালক কে ধড় ঊপর ধারয়ো ।
প্রাণ মংত্র পঢ় শংকর ডারয়ো ॥
নাম গণেশ শম্ভু তব কীন্হে ।
প্রথম পূজ্য বুদ্ধি নিধি বর দীন্হে ॥
বুদ্ধি পরীক্শা জব শিব কীন্হা ।
পৃথ্বী কী প্রদক্শিণা লীন্হা ॥
চলে ষডানন ভরমি ভুলাঈ ।
রচী বৈঠ তুম বুদ্ধি উপাঈ ॥
চরণ মাতু-পিতু কে ধর লীন্হেং ।
তিনকে সাত প্রদক্শিণ কীন্হেং ॥
ধনি গণেশ কহি শিব হিয় হরষে ।
নভ তে সুরন সুমন বহু বরসে ॥
তুম্হরী মহিমা বুদ্ধি বড়াঈ ।
শেষ সহস মুখ সকৈ ন গাঈ ॥
মৈং মতি হীন মলীন দুখারী ।
করহুঁ কৌন বিধি বিনয় তুম্হারী ॥
ভজত রামসুন্দর প্রভুদাসা ।
লখ প্রয়াগ ককরা দুর্বাসা ॥
অব প্রভু দয়া দীন পর কীজৈ ।
অপনী শক্তি ভক্তি কুছ দীজৈ ॥
দোহা শ্রী গণেশ যহ চালীসা পাঠ করেং ধর ধ্যান ।
নিত নব মংগল গৃহ বসৈ লহে জগত সন্মান ॥
সংবৎ অপন সহস্র দশ ঋষি পংচমী দিনেশ ।
পূরণ চালীসা ভয়ো মংগল মূর্তি গণেশ ॥ .
0 टिप्पणियाँ